ভবানীপুর উপনির্বাচনে দিদির জয়ের প্রার্থনা জানিয়ে মহাযজ্ঞ ও নারায়ণ সেবা তৃণমূলের

27th September 2021 7:32 pm বাঁকুড়া
ভবানীপুর উপনির্বাচনে দিদির জয়ের প্রার্থনা জানিয়ে মহাযজ্ঞ ও নারায়ণ সেবা তৃণমূলের


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  আগামী ৩০ তারিখ ভবানীপুর উপনির্বাচনে মমতা ব্যানার্জি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ ও ২০২৪ দিল্লির পথ প্রশস্থ করতে মহাযজ্ঞ ও নারায়ন সেবা আয়োজন করা হলো অম্বিকানগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অম্বিকানগর রাজ বাড়ির সামনে। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে এর পাশাপাশি আরও দুটি কেন্দ্রে রয়েছে বিধানসভা নির্বাচন। ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার জয়ের লক্ষ্যে আজ রানিবাঁধ ব্লকের অন্তর্গত অম্বিকানগরে মহাযজ্ঞ করলেন তৃণমূল নেতৃত্ব।  তৃণমূলের অঞ্চল সম্পাদক উত্তম কুম্ভকার। এর পাশাপাশি এই মহাযজ্ঞ তে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। তারা সকলেই তৃণমূল কংগ্রেসের জয়ের লক্ষ্যে মহাযজ্ঞ করলেন।
তৃণমূল কংগ্রেসের নেতা উত্তম কুমার জানান ভবানীপুর উপ নির্বাচন কেন্দ্রে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের লক্ষ্যে পাশাপাশি ২০২৪ এ দিল্লির পথ প্রশস্থ করতে এই মহাযোজ্ঞের আয়োজন করা হয়েছে। এবং এই মহাযজ্ঞ উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তরের প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। এবং তৃণমূল কংগ্রেসের সদস্যদের উপস্থিতি ছিল প্রায় পাঁচ হাজার থেকে সাত হাজারের মতো।সকলেই দিদির জয়ের আশা কামনা করে এই মহাযজ্ঞে শামিল হয়েছিলেন। 

এ বিষয়ে বিজেপির রাঢ়বঙ্গ জোনের কো-অর্ডিনেটর পার্থসারথি কুন্ডু বলেন ৩০তারিখ ভবানীপুর উপনির্বাচনে আজ প্রচারে শেষ দিন।তাই তৃণমূলের নেতা-মন্ত্রীরা আজকে অম্বিকানগর যজ্ঞ করলেন ভবানীপুর জেতার আশায়।তবে  মুখ্যমন্ত্রী হওয়ার যে স্বপ্ন সেটা স্বপ্নয ই রয়ে যাবে।কারন আগামী ৩০ তারিখ উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয় যুক্ত হবে। ভারতীয় জনতা পার্টিকে মানুষ ঠিক করবে যিনি একবার হেরে গিয়ে দ্বিতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হবে বলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার জন্য পুজো ও যজ্ঞ করে কোন লাভ হবে না। কারণ ভারতীয় জনতা পার্টির ওপর মানুষের আস্থা আছে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।